কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

2 months ago 7

রাজধানীর হাতিরঝিল থানা সংলগ্ন মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় স্বামীর সঙ্গে কলহের জেরে আয়েশা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

আয়েশার স্বামী মফিজ জানিয়েছেন, তিনি একজন নিরাপত্তাকর্মী। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে তিনি বাসা থেকে বেরিয়ে গেলে জানতে পারেন আয়েশা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছেন। অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের সংসারে দুই মাসের এক কন্যা সন্তান রয়েছে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামে। মালিবাগ চৌধুরীপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/এমএস

Read Entire Article