কীভাবে জানবেন ঢাকার যানজটের সর্বশেষ অবস্থা?
রাজধানী ঢাকা যেন জ্যামের নগরী। বেলা বাড়ার পাশাপাশি জ্যামও পাল্লা দিয়ে বাড়তে থাকে। রাজধানীবাসী কাছে জ্যাম যেন স্বাভাবিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। জ্যামের কারণে যেমন সময় অপচয় হচ্ছে ঠিক তেমনি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।
তবে বর্তমানে যানজট থেকে বাচঁতে মানুষ নানা পদ্ধতি অনুসরণ করছে। যাতে রাজধানীবাসী অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে এবং সময়ও কম অপচয় হয়।
তাহলে চলুন আজকের জেনে নেওয়া যাক, যে পদ্ধতি জানতে পারবেন ঢাকায় কোন রাস্তায় যানজট আছে-
গুগল ম্যাপ
রাজধানীবাসীর কাছে গুগল ম্যাপ অন্যতম পরিচিত একটি অ্যাপ। সাধারণত কোনো লোকেশন খুঁজে বের করতে এ অ্যাপের ব্যবহার করা হয়। প্রতিটি স্মার্টফোনে এ অ্যাপ পাওয়া যায়।
তবে মজার ব্যাপার হলো গুগল ম্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি সহজে রাস্তার যানজটের সর্বশেষ পরিস্থিতি দেখতে পারবেন। গুগল ম্যাপে বিভিন্ন রঙের মাধ্যমে যানজটের পরিস্থিতি বোঝানো হয়। যেমন ফাঁকা রাস্তার জন্য সবুজ, মাঝারি ব্যস্ত রাস্তা হলুদ এবং জ্যামে পরিপূর্ণ রাস্তার জন্য লাল রং।
শুধু তাই নয়, এ অ্যাপ ব্যবহারের মাধ্যমে একই সঙ্গে বিকল্প রাস্তারও খোঁজ পেয়ে যান। এ ছাড়াও কোনো রাস্তা বন্ধ থাকলে ও দেখা যাবে ম্যাপে। ভয়েস-নির্দেশিত নেভিগেশনের কারণে ব্যবহারকারীকে মোবাইলের স্ক্রিনের দিকে তাকানোর প্রয়োজন হয় না। এতে ব্যবহারকারী সামনে ও আশেপাশের রাস্তার ওপর মনোযোগ রাখতে পারেন।
গুগল ম্যাপ ছাড়াও ওয়েজ, রাইড-শেয়ারিং মোবাইল অ্যাপ, এফএম রেডিও চ্যানেল, ট্র্যাফিক অ্যালার্ট (ফেসবুক গ্রুপ), দৈনিক অনলাইন সংবাদপত্র ইত্যাদি মাধ্যমে যানজটের সবশেষ অবস্থা সর্ম্পকে জানতে পারবেন।