ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

4 hours ago 4
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে চার ঘণ্টা ধরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী অবরোধের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এদিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে অবস্থান করলে উভয়পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে পাবনা-ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাকারিয়া, তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন, বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের মিরাজ, দ্বিতীয় বর্ষের ছাত্র আম্বারসহ শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। পর্যাপ্ত না থাকায় ডিপার্টমেন্টের সংকট রয়েছে। এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা বলেন, প্রশাসন মেরুদণ্ডহীন, অকর্মণ্য, যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস নির্মাণ করতে হবে। শাহজাদপুর থানার ওসি মো. আসলাম আলী কালবেলাকে জানান, কয়েক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে মহাসড়কের উভয়পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধ তুলে নেওয়ার জন্য আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
Read Entire Article