নেপালে ‘কুকুর তিহার’ উৎসবের মধ্য দিনে কুকুরদের প্রতি দেখানো হয় বিশেষ সম্মান। প্রভুভক্তি ও নিষ্ঠার জন্য কুকুরদের সম্মান জানানো হয় এই দিনে। পোষ্য এবং সার্ভিস ডগ, উভয়কেই মালা, খাবার এবং সিঁদুর দিয়ে সম্মান জানানো হয়। নেপাল পুলিশ কাইনাইন ডিভিশনে কুকুরদের পদকও দেওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার নেপালে ছিল কুকুরদের দিন অর্থাৎ ‘কুকুর তিহার’ উৎসব। এ উৎসব ঘিরে... বিস্তারিত