গোপালগঞ্জ সদরের বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান কালবেলাকে বলেন, দুপুরে ওই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে তাড়া করে। পরে ওই শিক্ষার্থী ভয়ে দৌড় দিলে রাস্তার পাশে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।