কুড়িগ্রামে বইছে শৈত্যপ্রবাহ

19 hours ago 5
কুড়িগ্রামে শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবুও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে। হিমেল হাওয়ায় শীত অনুভূতও হচ্ছে বেশ। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় এ জেলায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাতে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়তে থাকবে। তখন শৈত্যপ্রবাহ পরিস্থিতিরও উন্নতি ঘটবে। শিকদার নামে এক হোটেল শ্রমিক বলেন, কয়েকদিন তো কাজই করতে পারিনি। আজ রোদ উঠেছে, একটু শীত কম লাগছে বিধায় কাজ করতে পারছি। আবার যদি আগের মতো শীত আর কুয়াশা পড়ে তবে আমাকে আবার বসে থাকতে হবে। কাজে আসা হবে না। রাজারহাট বাজার এলাকার আলিফ হোটেল মালিক আল-আমীন বলেন, তিন দিন পর আজ দোকানে বিক্রি ঠিকঠাকমতো হচ্ছে। আমি চাই নিয়মিত রোদ উঠুক, না হলে আমাদের পুঁজি ভেঙে খেতে হবে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ কুড়িগ্রামে তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
Read Entire Article