কুমিল্লায় প্রথমবারের মতো চাঁদ রাতে ঈদ র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর কমিটি। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় তারা এ কর্মসূচি পালন করে।
র্যালিতে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কুমিল্লা নগরীর পুলিশ লাইন মসজিদের সামনে থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় র্যালিটি বের হয়।
শিবিরের নেতা, কর্মী ও সমর্থকরা এসময় ঈদ শুভেচ্ছা জানিয়ে নানা ধরনের ব্যানার ফেস্টুন প্রদর্শন করে। র্যালিটি নানা শ্লোগানে মুখরিত ছিল। র্যালিটি ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। পরে ঈদগাহ ময়দানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পগোষ্ঠী।
এসময় বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সভাপতি ডা. মোবারক হোসেন।