কুমিল্লায় ছাত্রলীগ নেতা মিশন গ্রেপ্তার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন মিশন (৩২) উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার ওয়াদুদ মিয়ার ছেলে।
ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বরে সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।