কুমিল্লায় স্বামীর হাতে স্ত্রী খুন

2 months ago 26

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় স্বামীর বিরুদ্ধে  স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় গৌরীপুর হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার (২৫) উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাট চান্দিনা গ্রামের আরিফ হোসেনের মেয়ে এবং উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাওরা বাড়ি গ্রামের মো. মাসুমের স্ত্রী।

নিহতের মা নূরজাহান বেগম এবং বড় বোন তাসলিমা আক্তার জানান, শামীমা আক্তারের স্বামী মো. মাসুম ৪-৫ জনকে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। মো. মাসুমসহ তার বন্ধুরা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। 

সংবাদ পেয়ে সিনিয়র সরকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। 

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, ‘প্রাথমিকভাবে হত্যার সম্পর্কে কোনো ধারনা পাওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। মরদেহ দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।’

Read Entire Article