কুমিল্লার দেবিদ্বারের চরবাকর এলাকায় ৫টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম এ অভিযান চালান।
বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো— ফাইভস্টার ব্রিকফিল্ড, মুনিয়া এন্টারপ্রাইজ, দেবিদ্বার ব্রিকফিল্ড, রাসেল এন্টারপ্রাইজ ও কেএনবি ব্রিকফিল্ড।
রায়হানুল ইসলাম জানান, তারা নিয়ম মেনে কাগজপত্র হালনাগাদ ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে। তাই তাদের চুল্লি নিভিয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি ছিটিয়ে এসব চুল্লি বন্ধ করে দেয়।
তিনি বলেন, তারা নিয়ম মেনে লাইসেন্স নেননি। তারা চাইলে নিয়ম মেনে লাইসেন্স নিয়ে আবার ইটভাটা চালাতে পারবেন।