কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

2 hours ago 5

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। সেন্টমার্টিন, কক্সবাজার ও কুয়াকাটা পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (২৩ নভেম্বর) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে ৬ কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। বর্জ্যের মধ্যে ছিল ফুড র্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য। অভিযানের সময় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

সমুদ্র-সৈকত, বর্জ্য-ব্যবস্থাপনা, সেন্টমার্টিন, পরিবেশ-অধিদপ্তরকুয়াকাটা সমুদ্রসৈকত থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিইজিআইএস-এর ৩০ জন অংশগ্রহণ করেন।

আরএএস/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article