কুয়ালালামপুরে প্রথমবারের মতো ‌‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’

20 hours ago 7

বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অনন্য আয়োজন—‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫’।

আগামী ২৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী (সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত) এ মহোৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে, প্রবেশে কোনো ফি রাখা হয়নি।

এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়; বরং বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, উদ্ভাবন ও প্রবাসী গর্বকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক বহুমাত্রিক প্ল্যাটফর্ম। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে অন্তত ৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন।

নানা বৈচিত্র্যে ভরপুর আয়োজন

এক্সিবিশন জোন: রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, টেলিকম, তৈরি পোশাক, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও হস্তশিল্প খাতের শক্তি প্রদর্শন। এন্টারটেইনমেন্ট জোন: বাংলাদেশ ও মালয়েশিয়ার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো ও লাইভ কনসার্ট।

টেস্ট অব বাংলাদেশ: ঐতিহ্যবাহী খাবার ও স্ট্রিট ফুডে মাতবে প্রবাসী ও স্থানীয়রা। এডুকেশন ও ট্যালেন্ট হাব: স্কলারশিপ, ক্যারিয়ার গাইডলাইন ও তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনা। স্টার্ট-আপ সেশন: উদ্ভাবনী প্রজেক্ট আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনের সুযোগ। ওয়ার্কার সাপোর্ট সেন্টার: প্রবাসী কর্মীদের চাকরি, অধিকার, স্বাস্থ্য ও রেমিট্যান্স বিষয়ে তথ্য সহায়তা।

সম্মাননা প্রদান: শিক্ষা, স্বাস্থ্য, উদ্যোক্তা, সমাজসেবা ও সংস্কৃতিতে অবদান রাখা প্রবাসীদের স্বীকৃতি।

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে ব্র্যান্ডিং করা—পণ্য, সংস্কৃতি, প্রতিভা ও প্রবাসীদের অবদানকে বিশ্বের সামনে তুলে ধরা। মালয়েশিয়ায় এই আয়োজন বাংলাদেশের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

ফেস্টিভ্যাল কমিটির সমন্বয়করা জানান, এটি কেবল একটি উৎসব নয়; বরং আমাদের আত্মপরিচয়ের গর্বের প্রকাশ। এখানে বাংলাদেশকে একসাথে উপভোগ, উপলব্ধি ও উদযাপন করবে সবাই।

প্রবাসীদের প্রত্যাশা

কুয়ালালামপুরে বসবাসরত বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, এ ধরনের আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এতে শুধু বাংলাদেশি পণ্য প্রচার হয় না, বরং আমরা প্রবাসীরাও গর্ব অনুভব করি।

একই সাথে প্রবাসী পিএইচডি শিক্ষার্থী বৃষ্টি খাতুন বলেন, ফেস্টিভ্যালে এডুকেশন ও ট্যালেন্ট হাব থাকছে শুনে আমি উচ্ছ্বসিত। বিদেশে থেকেও বাংলাদেশি তরুণদের স্বপ্ন দেখানোর সুযোগ এটি।

বাংলাদেশের গৌরবের মঞ্চ

২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ) বাংলাদেশ ও মালয়েশিয়ার সাংস্কৃতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বাংলাদেশ হাইকমিশনসহ সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় তাদের এই মহোৎসব বাংলাদেশের ব্র্যান্ডকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫ শুধু একটি অনুষ্ঠান নয়—এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্ভাবনা ও গৌরবের বৈশ্বিক আত্মপ্রকাশ।

এমআরএম/এএসএম

Read Entire Article