কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ইজারা নেওয়া একটি বালুরঘাটে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া নগদ সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার সৈয়দ মাসুদ রুমী সেতুর নিচে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন (পায়ে গুলিবিদ্ধ), একই এলাকার ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর লাহিনীপাড়ায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালুর ইজারা পায় স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। ইজারার পর থেকেই ঠিকাদারের লোকজন বালু তুলছিলেন। শুক্রবার রাতে হঠাৎ দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১০-১২ জন দুর্বৃত্ত ঘাটে হামলা চালিয়ে লুটপাট করে পালিয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত জানান, দিনগত রাত ৩টার দিকে গুলি করতে করতে দুর্বৃত্তরা ঘাটে হামলা করে। গুলির শব্দে আমি পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হই। আর দুর্বৃত্তরা শ্রমিক ফরিদের পায়ে গুলি করে এবং সবুজকে ব্যাপক মারপিট করে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করা হবে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, গভীর রাতে বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল-মামুন সাগর/কেএইচকে/এমএস