হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

2 hours ago 6

হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শনিবার (১৮ অক্টোবর) মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত পণ্য ও ট্রাকের সিজার তালিকা তৈরি করে নিয়ম অনুযায়ী জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রমও চলমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে দেখা যায়, মাছের খাবার ও সারের বস্তার আড়ালে অভিনব কায়দায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকিয়ে রাখা হয়েছে। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র বা চালান কপি পাওয়া যায়নি। জব্দকৃত ওই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।

এছাড়া শনিবার (১৮ অক্টোবর) একই উপজেলার সাতছড়ি-চুনারুঘাট সড়কে আরেকটি পৃথক অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রিপিস, জিরা ও ফুচকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২২ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি জানায়, চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএএইচ

Read Entire Article