কুষ্টিয়ার কুমারখালীতে একটি কবরস্থানে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় উপজেলার চাপড়া ইউনিয়নের নুরপুর পাহাড়পুর কবরস্থানে এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া কঙ্কাল দুটি নগরসাঁওতা পশ্চিমপাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী মৃতসারা খাতুন (৮৫) ও মনিরুজ্জামানের ছেলে রাতুল (১৪) এর মরদেহের। সম্পর্কে তারা দাদি-নাতি।
সূত্র জানায়, স্থানীয় মুসল্লিরা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গেলে পাশাপাশি দুটি কবরে গর্ত দেখতে পান। ঘটনাটি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, কবর দুটি স্থানীয় আব্দুস সাত্তারের স্ত্রী সারা খাতুন ও মনিরুজ্জামানের ছেলে রাতুলের। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় বাসিন্দা রিজভী জানান, ফজরের নামাজ শেষে বাবা-দাদির করব জিয়ারত করতে এলে দেখেন দাদি ও চাচাত ভাইয়ের কবরে গর্ত। পরে দেখেন কবরের মধ্যে কোনো মরদেহের অস্তিত্ব নেই। কবর থেকে চুরি হয়ে গেছে তাদের কঙ্কাল।
তিনি জানান, তার দাদি বার্ধক্যজনিত কারণে আর ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী অসুস্থ হয়ে বছর দুয়েক আগে মারা যান। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এমন ঘটনা এই অঞ্চলে আগে কখনো ঘটেনি বলেও জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই কঙ্কাল চুরির সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।