কুষ্টিয়ায় জমিসংক্রান্ত বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

1 month ago 27

কুষ্টিয়ার দৌলতপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর কান্দিরপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামালপুর কান্দিরপাড়া গ্রামে বাড়ির জমি পরিমাপ করার সময় লস্কর আলী ও জামরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে নাজির (৫০) ও তার দুই ছেলে ইমন (১৮), সুমন (৩০), মৃত জৌলুসের ছেলে রবকুল (৩৫) ও রনজিত (৩১) এবং জামরুল ইসলামের ছেলে মিঠুকে (৩২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা কালবেলাকে বলেন, জামালপুর গ্রামে জমি নিয়ে পরস্পর আত্মীয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।

Read Entire Article