কুড়িগ্রামে জমজমাট বউ-শাশুড়ি মেলা

1 hour ago 3
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন জমজমাট বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সংলগ্ন বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করা হয়।  ফুলবাড়ী পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়ন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে ব্যতিক্রমী এ বৌ-শাশুড়ির মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বউ-শাশুড়ির মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) পরিবার পরিকল্পনা মোছা. ফেরদৌসী খাতুন, প্রজেক্ট অফিসার (ল্যাম্ব) বাদল এক্কা, জেলা এসআরএইচ কো-অডিনেটর ড. সমাশ্রী রায়।  এ সময় আরও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাঘবীর চন্দ্র বর্মন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. নুর ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শীকা মোছা. খাদিজা খাতুন প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করার লক্ষ্যে এ মেলার মূল উদ্দেশ্য। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে উঠলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।’ অংশগ্রহণকারী বউ নুরনাহার ও শাশুড়ি জমিলা বেগমসহ অনেকেই বলেন, ‘আগে আমরা লজ্জা ও সংকোচের কারণে গর্ভকালীন স্বাস্থ্যবিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করতাম না। এ মেলার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্কের দূরত্ব কমায় না, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।’ মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার, ভায়া (জরায়ুমুখ ক্যানসার) পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার ও কিশোরী কর্নার। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী প্রায় আড়াই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।
Read Entire Article