কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

4 hours ago 5

‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ কবি বড়ু চণ্ডীদাসের মানবিক এ বাণীর অনন্য দৃষ্টান্ত বয়োবৃদ্ধ ভ্যানচালক আব্দুল খালেক। তিনি রাস্তায় কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মালিকের সন্ধান করে তা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার আড়ৎে
ডিম বিক্রি করে বাড়ি ফেরার পথে গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কে ২ লাখ ৮০ হাজার হারিয়ে ফেলেন। গত ৭ আগস্ট এ ঘটনা ঘটে।

টাকার সন্ধানে বিষয়টি নিয়ে ওই এলাকার বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন সিরাজুল ইসলাম। দীর্ঘক্ষণ খোঁজা খোঁজি করেও টাকার কোনো হদিস না পেয়ে বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফেরেন তিনি।

ওইদিনই গারোবাজার এলাকার ভ্যানচালক আব্দুল খালেক গারোবাজার টু ফুলবাড়িয়া সড়কের মাথায় পড়ে থাকা টাকার বান্ডেলগুলি কুড়িয়ে পান। টাকার মালিককে খুঁজে না পাওয়ায় তার কাছেই টাকাগুলো গচ্ছিত রেখে দেন তিনি। পরে লোকমুখে মালিকের সন্ধান পেয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার বাড়ি গিয়ে টাকাগুলো ফেরত দেন আব্দুল খালেক।

১৭ দিন পরে রোববার রাতে সেই হারানো টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম। পরে তিনি খুশিতে ওই ভ্যানচালককে পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করেন।

ভ্যানচালক আব্দুল খালেক বলেন, টাকার প্রকৃত মালিককে টাকাগুলো ফিরিয়ে দিতে পারায় খুবই আনন্দ পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করতে পারব না।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, টাকাগুলো পাওয়ার আশা ছেড়েই দিয়ছিলাম। ভ্যানওয়ালা আমাকে খুঁজে বের করে বাড়িতে টাকা নিয়ে আসেন। আমি তার প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি।

রাঙ্গামাটিয়া গ্রামের মোনায়েম বিল্লাহ বলেন, এখনো অনেক ভালো মানুষ দুনিয়ায় বসবাস করে। তা না হলো ভ্যানওয়ালা টাকা বাড়িতে পৌঁছে দিতেন না। ভ্যানওয়ালা অনেক মহৎ পরিচয় দিয়েছেন। 

Read Entire Article