কুয়াকাটায় পর্যটকদের ফুল দিয়ে বরন করলেন বিএনপি নেতাকর্মীরা

2 months ago 34

পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় শুরু হয়েছে পর্যটকদের আগমন। পর্যটকদের ফুল দিয়ে বরন করে নিচ্ছেন কুয়াকাটা পৌর বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (৭ জুন) বিকেলে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকায় সৈকতের নামার পথে পর্যটকদের হাতে ফুল দিয়ে বরন করে নেন তারা। পাশাপাশি বিএনপির একটি টিম সৈকতে হেঁটে হেঁটে পর্যটকদের হাতে ফুল দিয়ে তাদের খোঁজ নেন।

এসময় তাদের সঙ্গে সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ, ট্যুর অপারেটরস, ট্যুর গাইড ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, পৌর কৃষকদলের সভাপতি আলী হোসেন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ানুল ইসলাম রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া তাদের সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ প্রমুখ।

ঢাকা থেকে যাওয়া রামিস নামের এক পর্যটক বলেন, আমি গত ঈদের দিনে কক্সবাজার ছিলাম, কিন্তু এমন আয়োজন দেখিনি। আজকে আমি সৈকতে নামার সঙ্গে সঙ্গে ফুল দিয়ে বরন করে নিলেন। এটি একটি ব্যতিক্রমী আয়োজন।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, আজকে ঈদের দিন মানে আনন্দের দিন। এই দিনে আমরা পর্যটকদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে আজকে ফুল দিয়ে পর্যটকদের বরন করে নিচ্ছি। এই আয়োজন আমরা অব্যাহত রাখবো।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব (কুয়াকাটা) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, একজন পর্যটক কুয়াকাটা সৈকতে নেমে প্রথমেই ফুলের শুভেচ্ছা পেলেন। এটা কুয়াকাটা সম্পর্কে তাদের একটি পজিটিভ ধারণা তৈরি করলো।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ করছি। আজকের এই আয়োজনের সাথে আমরা সহযোগিতা করেছি। এমন আয়োজনে পর্যটকরাও খুশি।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জেআইএম

Read Entire Article