ভোরের দিকে গায়ে চাদর-কাথা টেনে নিতে শুরু করেছেন অনেকেই। আবহাওয়া অফিস বলেছে এই শীতে নভেম্বর মাসেই আসবে চার থেকে সাতটি শৈত্যপ্রবাহ। শৈতপ্রবাহ শুরু হলে কুয়াশাচ্ছন্ন স্যাঁতসেঁতে আবহাওয়া চলবে টানা কয়েকদিন। সেই সঙ্গে বৃষ্টি আর জেঁকে আসে ঠান্ডা।
তবে এখনো বিকেলের আগে পর্যন্ত বেশ ভালোভাবেই রোদের দেখা মিলছে। তাই গত শীতের গুছিয়ে রাখা লেপ-কম্বল আর গরম কাপড় প্রস্তুত করে নেওয়ার সবচেয়ে ভালো সময় এখনই।

১. রোদে দিন, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য
লেপ-কম্বল বা উলের কাপড় রোদে ঝোলান বা পাটি পেড়ে ছাদে ছড়িয়ে দিন। কিন্তু খুব তীব্র রোদে সারাদিন রাখবেন না, ২-৩ ঘণ্টাই যথেষ্ট।
লেপ যেহেতু ধোয়া সম্ভব নয়, তাই রোদে দেওয়ার পরে ভালোমতো ঝেড়ে নিন। কাথা ও উলের কাপড় মেলে দেওয়ার জায়গাটা পরিষ্কার কিনা খেয়াল করুন।

২. আগে ধুয়ে নিন
যেসব কাপড় গুছিয়ে রাখার আগে ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে কড়া রোদে মেলে দিন। কাপড় পরিষ্কার না হলে রোদ দিলেও ধুলা বা দুর্গন্ধ ঠিক হবে না। উলের কাপড় ধুতে ঠান্ডা বা কুসুম গরম পানি ব্যবহার করুন।
তবে ভালোমতো যেন শুকানো হয়, সেদিকে খেয়াল রাখুন। গরম কাপড়ে আর্দ্রতা থাকলে ফাঙ্গাস বা দুর্গন্ধ হতে পারে।
ছবি/এআই
৩. উলের কাপড় যত্নে রাখুন
উলের কাপড় মেশিনে ধোলার সময় ‘ডেলিকেট’ বা ‘জেন্টল’ মোড ব্যবহার করুন। সম্ভব হলে হাতে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৪. সুগন্ধি ও পোকা তাড়ানোর ব্যবস্থা
ধোয়া ও রোদে দেওয়া কাপড় তুলে এনে গুছিয়ে রাখার সময় ন্যাপথলিন ব্যবহার করতে পারেন। তবে ন্যাপথলিনে অ্যালার্জির ভয় থাকলে প্রাকৃতিক বিকল্প ব্যবহার করুন। এতে কাপড় সতেজ থাকবে ও কাপড়ের ভাজে পোকামাকড়ের ভয়ও থাকবেনা।

শীতের আগে এই ছোট ছোট ধাপগুলো মেনে চলুন। দেখবেন, লেপ, কম্বল আর উলের কাপড় অনেকদিনের জন্য ভালো থাকবে।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অফিস, গুড হাউসকিপিং
এএমপি/এএসএম

7 hours ago
4









English (US) ·