কুয়েট শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

3 months ago 89

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ইফাজের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বের হয়ে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।

এসময় বক্তারা বলেন, কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হয়েছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যুগ্ম-আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে প্রতিনিয়ত গুপ্ত হামলার শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এটা নিয়ে আমরা শঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন।’

যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ‘কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যার বিচার এখনও পাইনি আমরা। এ মূহুর্তে আবারও এমন হামলা অবশ্যই পরিকল্পিত ঘটনা।’

যুগ্ম-আহ্বায়ক সরদার জহুরুল বলেন, ‘কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে দিবে না বাংলাদেশ ছাত্রদল এবং যে কোনো প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল।

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দেশে যত হামলা হয়েছে তার পিছনে শিবিরের হাত রয়েছে। গতকাল চট্টগ্রামে আমাদের বোনের ওপর যে হামলা হয়েছে তার বিচার এখনো পাইনি। দুদিন আগে রাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের ওপর হামলা চালিয়ে শিবির। আমরা এর বিচার চাই।’

মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম

Read Entire Article