কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

1 month ago 28
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় জেলা বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়। এটি মেইন সড়কের টাউনহল মোড় প্রদক্ষিণ করে গণপূর্ত অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে কয়েকশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  এ সময় তারা ‘কুয়েটে হামলা কেনো প্রশাসন জবাব চাই, শিক্ষা না সন্ত্রাস শিক্ষা শিক্ষা, শিক্ষাঙ্গনে চাঁদাবাজি চলবেনা চলবে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, কুয়েট তোমার ভয় নাই জুলাই-আগস্ট ভুলি নাই’ এমন নানা স্লোগান দেন।  সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সদস্য সচিব বনি ইয়ামিন বলেন, এক সাগর রক্তের বিনিময়ে ৫ আগস্ট আমরা আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। নব্য-ফ্যাসিবাদকেও একইভাবে তাড়াতে করা হবে।  আর জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, কেউ যদি সন্ত্রাসী ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হতে চাই তাহলে তাকেও আমরা ছাত্রলীগের পরিণতি করে ছাড়ব। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী, গেস্ট রুম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। শিগগিরই কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
Read Entire Article