কুয়েতে ঈদের নামাজে বাংলায় খুতবা পড়লেন খতিবরা

2 months ago 32

কুয়েতে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার (০৬ জুন) ভোর ৫টা ৩ মিনিটে দেশটির ৫৭টি মসজিদ ও ঈদগাহ ময়দানে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুয়েতের গ্র্যান্ড মসজিদ, বিলাল বিন রাবাহ মসজিদ এবং বাংলাদেশ অধ্যুষিত জাহারা মসজিদে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া কুয়েত সরকার অনুমোদিত জাহারা, হাসাবিয়া, ফরওয়ানিয়া, মাহবুল্লাহ, কুয়েত সিটিসহ ১৫টিরও বেশি মসজিদে ঈদের জামাতে বাংলায় খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। এ সময় আশপাশের এলাকা থেকে বাংলাদেশিরা বন্ধুবান্ধব মিলে এবং স্ত্রী, সন্তানদের নিয়ে প্রবাসী পরিবারগুলো বাংলা খুতবা শুনতে ও ঈদের নামাজ আদায় করতে আসেন।

ঈদের নামাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। 

এদিন কুয়েতে প্রবাসী বাংলাদেশি কয়েকটি পরিবার মিলে এবং সামর্থ্যবান প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানি করেন বিভিন্ন এলাকায়।

ঈদের নামাজ শেষে দেশে থাকা পরিবার প্রিয়জনের সঙ্গে ভিডিও কলে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা।

Read Entire Article