মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কুয়েতে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরিমসহ তিন বাংলাদেশি। বিশ্বের ৭৪টি দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনিসহ একজন হাফেজ ও একজন কারি।
এর আগে ২০২৩ সালে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম আসরে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছিলেন সালেহ আহমেদ তাকরিম।
কুয়েতের ক্রাউন প্লাজায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১৪ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
দুজন হাফেজের শিক্ষক কারি আব্দুল আল মামুন বলেন, তিনটি গ্রুপে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে চলবে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করবে হাফেজ আনাস মাহমুদ, বড় গ্রুপ থেকে প্রতিযোগিতা করবে হাফেজ সালেহ আহমাদ তাকরিম এবং কারি গ্রুপে প্রতিনিধিত্ব হাফেজ কারি আবুজর গিফারী।
কুয়েত বাংলাদেশি প্রবাসীদের ভাষ্য, কুয়েতের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অসংখ্য হাফেজ নির্বাচিত হয়েছেন। তারা কুয়েত থেকে প্রথম স্থান অধিকার করে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন, এমনটাই প্রত্যাশা তাদের।