কুয়েতে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

1 week ago 11

কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুয়েতের মাহবুলা এলাকায় কোম্পানির অফিসের সিঁড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাজরুল মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। 

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কালবেলাকে তাজরুল মোল্লার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, তাজরুল প্রায় চার বছর আগে কুয়েতের ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ শুরু করেন। দেশে অনেক টাকা ঋণ করে প্রবাসে গিয়ে কোম্পানির কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

তাজরুল মোল্লার সহকর্মী ফারুক ইসলাম জানান, তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিয়ে রহস্য রয়েছে।

তিনি আরও বলেন, তবে জানা যায়, কোম্পানি তাকে জোরপূর্বক নাইট ডিউটি দিয়েছিল। কিন্তু তাজরুল অসুস্থ থাকার কারণে নাইট ডিউটি করতে পারেনি। ফলে কোম্পানিটি তাকে তিন মাসের জন্য কাজ বন্ধ করে দেয়, এবং জানায়- তাকে দেশে পাঠিয়ে দেবে। এ ঘটনায় বিশেষ মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

Read Entire Article