কৃষকের ঘরে ঘরে নবান্নের ঘ্রাণ

3 months ago 64
আজ পয়লা অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ ঘিরে নবান্নের ঘ্রাণে ভরে উঠেছে কৃষকের আঙ্গিনা। রংপুর অঞ্চলে কৃষকের ঘরে ঘরে আমন ধানকাটা মাড়াই চলছে পুরোদমে। গ্রামীণ জীবনে নবান্ন উৎসব একটি ঐতিহ্য। বাজারে ধানের দাম ভালো এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ভালোভাবে ফসল ঘরে তুলতে পারায় কৃষকরা বেজায় খুশি। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ের যেসব আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম। বাংলার প্রকৃতিতে অগ্রহায়ণ এলেই কৃষক দিগন্তজুড়ে ধানকাটা মাড়াই উৎসবে মেতে ওঠেন। ব্যস্ত সময় কাটান কিষান-কিষানিরা। ধান তোলার গান ভেসে বেড়ায় বাতাসে বাতাসে। কৃষকের বাড়ির আঙ্গিনা ভরে ওঠে সোনালি ধানে।
Read Entire Article