কৃষি গুচ্ছে ভর্তির আবেদন শেষ আজ, পরীক্ষা ১২ এপ্রিল

4 hours ago 4

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ। আগ্রহী শিক্ষার্থীরা রোববার (১৬ মার্চ) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি কৃষি গুচ্ছে ভর্তির আবেদন শুরু হয়। শনিবার (১৫ মার্চ) পর্যন্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন ৮৬ হাজার ৫৩২ জন শিক্ষার্থী।

কৃষি গুচ্ছ ভর্তি কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আইসিটি সেলের সহকারী পরিচালক মো. সোহেল রানা এ তথ্য জানান। তিনি জানান, ভর্তি আবেদনের সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে অনলাইন আবেদন আজই শেষ হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৩ হাজার ৮৬৩টি। ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য https://acas.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এবার আবেদন ফি এক হাজার ২০০ টাকা।

এএএইচ/এমএইচআর

Read Entire Article