কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

2 weeks ago 14
বর্তমান সময়ে ‘ফেসবুক’ ও ‘ইউটিউব’ নাম দুটি বেশ পরিচিত। ইনকামের সুযোগ থাকায় এই ২ মাধ্যমে ক্রিয়েটরদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে ফেসবুক থেকে পুরোনো মাধ্যম ইউটিউব। এ দুই জায়গার কোনটিতে ইনকাম বেশি, তা নিয়ে আগ্রহের শেষ নেই। পরিসংখ্যানের তথ্যানুযায়ী, প্রতি ১০ লাখ ভিউয়ে ফেসবুকে প্রায় ২৫০-২৬০ ডলার আয় করা যায়। যেখানে ইউটিউবে প্রায় ২০০০ ডলারের বেশি আয় করা যায়। অর্থাৎ এ ক্ষেত্রে ইউটিউব এগিয়ে রয়েছে।  ফেসবুকে একাধিক মনিটাইজেসন টুল রয়েছে। যেমন, স্টার্স, ইন-ভিডিও পারচেস, ব্র্যান্ড কোলাবোরেশন ইত্যাদি।  অপরদিকে ইউটিউবেও রয়েছে অসংখ্য মনিটাইজেসন টুল। ইউটিউব পার্টনার প্রোগ্রামের অধীনে একাধিক উপায়ে টাকা উপার্জন করা যায়। যেমন- ইন-স্ট্রিম অ্যাড, স্পনসরশিপ, সুপার চ্যাট ডোনেশন এবং চ্যানেল মেম্বারশিপ। মনিটাইজেসন বেশিরভাগ সময় ফেসবুকে প্রায় ১০ হাজার পেজ লাইক এবং শেষ ৬০ দিনে ৩০ হাজার মিনিট ভিউ থাকলে চ্যানেল মনিটাইজেসন হতে পারে। অন্যদিকে ইউটিউবে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম থাকলে মনিটাইজেসন পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে নিজস্ব কনটেন্ট থাকা জরুরি। বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা যায়, ইনকামের দিক দিয়ে ফেসবুক থেকে ইউটিউব এগিয়ে। কারণ ইউটিউবে এনগেজমেন্ট বেশি হয়ে থাকে। পাশাপাশি ইউটিউবে ডেটা ইউসেজও অনেক বেশি। যে কারণে ফেসবুকের থেকে মনিটাইজেসনের বিচারে এগিয়ে রয়েছে ইউটিউব।
Read Entire Article