কামরুল এলাকার বড় ব্যবসায়ী। ঘরে তার সুন্দরী বউ রেহানা। বিয়ের ৭ বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান নেই। এ নিয়ে কামরুলের মনকষ্ট থাকলেও মুখে কিছু বলে না বা স্ত্রীকেও কিছু বুঝতে দেয় না। রেহানা বিষয়টা বুঝতে পারে। সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় তার। কামরুলের ব্যবসা দেখাশোনার কাজ করে রাজু। বাবা-মা হারা রাজু ছোট থেকেই এই বাড়িতে থাকে।
কামরুল রাজুকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে। রাজু কাজকর্মের পাশাপাশি পড়াশোনাও করে। একই গ্রামের সুমী এসএসসি পাস করে মাত্র কলেজে ভর্তি হয়েছে। রাজুর সাথে সুমীর একটা সম্পর্ক আছে খুব গোপনে, যেটা কেউ জানে না।
এদিকে কামরুল রেহানা দম্পতিকে নিয়ে আলোচনা বাড়তে থাকে গ্রামে। কামরুলের এত টাকা খাবে কে, যদি কোনো সন্তানই না থাকে। কামরুলের খুব ঘনিষ্ঠ বন্ধুরা কামরুলকে আরেকটি বিয়ে করার পরামর্শ দেয়। প্রথম প্রথম পাত্তা না দিলেও ইদানীং কামরুল বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। একদিন কামরুলের এক বন্ধু সুমীর কথা জানায়। সুমীর বাবার সামাজিক অবস্থা খুবই খারাপ। সুমীর বাবার কাছেও প্রস্তাব যায়। এত পয়সাওয়ালা মানুষ তার মেয়েকে বিয়ে করবে, এটা তার জন্য স্বপ্ন। এ কথা শুনে সুমীর মাথায় আকাশ ভেঙে পড়ে। কী করবে বুঝতে পারে না।
এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কেউ তো জানে’। এটি এনটিভিতে শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। পাভেল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাঈফ আহমেদ। অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাইমুনা ফেরদৌস মম, মানসী প্রকৃতি, সালমান রাফি, বাদল শহীদ, সুলতানা লীনা, কামরুজ্জামান সবুজসহ অনেকে।