কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাতে পড়েছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ

3 months ago 43

শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইমাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে শহীদ মিনার এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই নারীর পরিচয় জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কাজী আল-আমিন/এমআইএইচএস/এএসএম

Read Entire Article