কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

2 months ago 7

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই হাজতির নাম ইউসুফ আলী (৬৫)।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ওই হাজতি কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করলে কারারক্ষীরা দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী রোকন উজ্জামান জানান, রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ওই হাজতিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাতেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি জানান, ইউসুফ আলীর হাজতি নম্বর ১৭৩৯৩/২৫। তিনি ঢাকা মহানগরের কদমতলী থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন। তিনি চাঁদপুরের হাজিগঞ্জ থানা এলাকার মৃত আমির হোসেন পাটোয়ারীর সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

Read Entire Article