কেন্দ্রে সন্দেহজনক ঘোরাঘুরি, দুই যুবকের কারাদণ্ড

3 months ago 62

কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদ নির্বাচন চলাকালিন সময়ে কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করা বহিরাগত দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের বুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেহানা বেগমের আনারস প্রতীকের ব্যাচ ছিল।

বুধবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাগসিতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শিশু মিয়ার ছেলে সুজন (৩০) এবং একই এলাকার নওয়াব মিয়ার ছেলে কাউসার (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম বলেন, ভোট শুরুর পর থেকে বহিরাগত দুই যুবক এক প্রার্থীর ব্যাচ গলায় ঝুলিয়ে সন্দেহজনকভাবে কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে সতর্ক করেন। এরপরও তারা কেন্দ্র ত্যাগ না করায় দুইজনকেই তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

Read Entire Article