চলমান বিপিএলে দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খানের ক্রিকেট দল ঢাকা ক্যাপিটালসের ‘থিম সং’ প্রকাশ পেয়েছে। ব্যয়বহুল এ গানে শাকিব খানের উপস্থিতি নজর কেড়েছে। সেইসঙ্গে গানে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে একঝাঁক তারকাদের। রয়েছেন সিয়াম আহমেদ, মামনুন ইমন, মীম, পূজা চেরী, দীঘি, স্পর্শিয়া, সারিকা সাবা, মানতাশা, ইরফান সাজ্জাদদের। গানের শুরুতে শাকিবের লুক নজর কেড়েছে। […]
The post কেমন হলো শাকিবের দলের তারকাবহুল থিম সং? appeared first on চ্যানেল আই অনলাইন.