কেরানীগঞ্জে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে ২টার দিকে উপজেলার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ মাথায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এলাকাবাসী জানান, আবাসিক এলাকার ভেতরে কেমিক্যাল ও এয়ার ফ্রেশনার তৈরির কারখানা থাকায় দীর্ঘদিন ধরেই ঝুঁকির আশঙ্কা ছিল। তারা অবিলম্বে এ ধরনের কারখানার বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারখানায় সৃষ্ট আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে র

কেরানীগঞ্জে কারখানায় বিস্ফোরণ, নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানায় এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে ২টার দিকে উপজেলার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ মাথায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এলাকাবাসী জানান, আবাসিক এলাকার ভেতরে কেমিক্যাল ও এয়ার ফ্রেশনার তৈরির কারখানা থাকায় দীর্ঘদিন ধরেই ঝুঁকির আশঙ্কা ছিল। তারা অবিলম্বে এ ধরনের কারখানার বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারখানায় সৃষ্ট আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow