কেশবপুরে আওয়ামী লীগ-বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

2 weeks ago 12

যশোরের কেশবপুরের সুফলাকাটি ইউপি চেয়ারম্যান উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি এসএম মঞ্জুর হোসেনের সমর্থক ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। তাকে বিএনপি নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মী ও কয়েকজন মেম্বার ইউনিয়ন পরিষদ ভবন দখলে রাখেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় চেয়ারম্যান এসএম মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউপি কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে যান এবং চেয়ারম্যানকে কার্যালয়ে ঢুকতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ জন আহত হন। বাজারের কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

আহতদের মধ্যে গুরুতর সাতজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আফসার গাজী (৪০), বালোকাটি গ্রামের আব্দুল হামিদ (৪৫), মোহাম্মদ সাইফুল (৪০), সাইফুল ইসলাম (৩০), বেতিখোলা গ্রামের ফারুক হোসেন (৪০), রোজিনা খাতুন (৪০)-সহ আরও একজন।

রাতে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

মিলন রহমান/ইএ/এএসএম

Read Entire Article