যশোরের কেশবপুর উপজেলায় ৮ দলীয় ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ‘ভাই বন্ধু সংঘ’-এর আয়োজনে এই টুর্নামেন্ট হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ৬ ওভারের এই খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিও তুলে দেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, আলমগীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ৪ নম্বর পৌরসভার ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক ইমরান হোসেন কারী প্রমুখ।
ফাইনাল খেলায় জিয়া ক্রিকেট একাদশ, টিম সুলতানকে ৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন তানভীর হোসেন, ম্যান অব দ্য সিরিজ ও হোম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্রভাত।