মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

4 hours ago 8

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাদের মাধ্যমে দেশবাসীর কাছে এ দোয়া চান তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

লিভার সিরোসিসসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

প্রসঙ্গত, বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন।

পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা শুরু হয় খালেদা জিয়ার।

Read Entire Article