বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ট্রলির মুখমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ফয়সাল (১৮)। সে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে। জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফয়সাল। আহতরা হলেন- একই কলেজের শিক্ষার্থী মুশফিক (১৮) ও রাকিব (১৯)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলযোগে বরিশাল থেকে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। চরামদ্দি ইউনিয়নের মাঝের ব্রিজ নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ফয়সাল। পরে স্থানীয়রা মুশফিক ও রাকিবকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।