রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফকে হত্যার উদ্দেশে গুলি করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের জাকির কয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. মনিরুল ইসলাম নামে ইউনিয়নের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার পাংশা উপজেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফরহাদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সে ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার পাট্টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম (আরিফ) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন। সন্ধ্যার পর সেখান থেকে ফেরার পথে পাট্টা ইউনিয়নের জাকির কয়া বাজার পার হলেই তাদের মোটরসাইকেল বহরে গুলি করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, পাট্টার ইউনিয়নের একটি প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেল বহর নিয়ে পাংশার উদ্দেশে রওনা হই। এ সময় জাকির কয়া বাজার পার হতেই ওই এলাকার চিহ্নত সন্ত্রাসী সজল আমাকে হত্যার উদ্দেশে গুলি করে। এ সময় আমার মোটরসাইকেলের পিছনে থাকা মনিরুল ইসলাম নামে আমাদের এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্ব থাকা চিকিৎসক ডা. কৌশিক দাস জানান, বাম হাতে ইনজুরি নিয়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তিনি দাবি করছেন তার হতে গুলি করা হয়েছে। আমরা এক্স-রে করতে পাঠিয়েছি। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত গুলি লাগার বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে পাংশা মডেল থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।