ট্রাক মালিক হত্যা: ৫ মাস পর চালক গ্রেপ্তার
পাঁচ মাস আগে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় জাহাঙ্গীর আলম হত্যা মামলার মূল আসামি মো. আবু তৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যার শিকার জাহাঙ্গীর আলম (৩৩) ট্রাকের মালিক ছিলেন। গ্রেপ্তার মো. আবু তৈয়ব সেই ট্রাকের চালক। তাদের দুজনের বাড়ি চকরিয়ায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পহেলা আগস্ট কথাকাটাকাটির জেরে জাহাঙ্গীরের মাথার পেছনে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আঘাত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে ৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডবলমুরিং থানার উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল কালবেলাকে বলেন, দীর্ঘ পাঁচ মাস আগে নিহতের পরিবার ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তৈয়বকে গ্রেপ্তারে মাঠে নামে টিম ডবলমুরিং।
ওসি মো. রফিক বলেন, জাহাঙ্গীরকে হত্যার পর গ্রেপ্তার এড়াতে বরিশালে আত্মগোপনে চলে যায় মো. আবু তৈয়ব। গোপন সংবাদে বরিশাল কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী কার্যক্রম পরিচালনাপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমাদের তিন দিনের রিমান্ড আবেদন আদালত মঞ্জুর করেছেন। যে কোনো সময় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে।