শহীদ জিয়ার অবদান জাতি আজীবন স্মরণ করবে : লায়ন ফারুক 

3 hours ago 5

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি আজীবন মনে রাখবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি। 

লায়ক মো. ফারুক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে আমরা হয়তো এ স্বাধীনতা পেতাম না। গার্মেন্টস ও কৃষি বিপ্লবে তার অসামান্য অবদান। তিনি আওয়ামী লীগ ছাড়াও সমস্ত ছোট ছোট দলকে রাজনীতি করার সুযোগ করে দেন; তাকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিসমিল্লাহির রহমানির রাহিম তিনিই সংবিধানে অর্ন্তভুক্ত করেছিলেন। এসব কারণে শহীদ জিয়াউর রহমানের অবদান জাতি আজীবন স্মরণ করবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন। এই ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশের মানুষ তাদের অধিকার ও গণতন্ত্র ফিরে পাবে। 

জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি ও সাবেক মহিলা এমপি নূর আফরোজ জ্যোতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

এতে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ। 

Read Entire Article