কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

1 week ago 21

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার (১৩ আগস্ট) বিকেলে ওয়ার্ডের যুবদল নেতা ইউনুস আলীর বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। 

তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে, নারীদের অধিকার নিশ্চিত হবে। নিশ্চিত হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা। 

এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা।

এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর মহিলা দলনেত্রী রেক্সনা খাতুন প্রমুখ।

এ সময় ওয়ার্ড বিএনপির নেতারাসহ ওয়ার্ডের শতাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।

Read Entire Article