মিয়ানমারের সঙ্গে জেতার পর ঋতুপর্ণাকে আলাদা রেখে ছিলেন। কথা বলতে দেননি। কারণ হিসেবে জানানো হয় কোচ এটা পছন্দ করে না। বলা চলে সবার থেকে আড়াল করে রাখা হয়েছিল তাকে। যেভাবে মেসিকে রাখা হয়েছিল কাতার বিশ্বকাপে সময়। তবে ঋতুপর্ণাকেও তো বাফুফের কিরণ মেসি নাম দিয়েছেন। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে ঋতুপর্ণার গোল দুটি মেসিকে মনে করিয়ে দিয়েছে।
ইতিমধ্যে ঋতুপর্ণার ইনসাইড আউট সাইড ডজ দিয়ে... বিস্তারিত