কোথাও ভ্যাপসা গরম, কোথাও বৃষ্টির আভাস

3 months ago 16

গত ৭ মে থেকে শুরু হওয়া তাপপ্রবাহ এখনো বইছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। আজ বৃহস্পতিবারও খুলনা ও বরিশালে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য অঞ্চলগুলোতে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, যেসব অঞ্চলে তাপপ্রবাহ হচ্ছে সেসব জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হবে। আজ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। অন্য পাঁচ বিভাগে বৃষ্টির পরিমাণ কম হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলমান তাপপ্রবাহ একেবারে চলে যাবে না। আগামী সপ্তাহের মাঝামাঝি তাপপ্রবাহ পুরোপুরি দূর হতে পারে। এর আগ পর্যন্ত ভ্যাপসা গরম ও বৃষ্টি থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল বুধবার থেকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং চাঁদপুর জেলাসহ খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ ঢাকার বাইরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/এমকেআর/এএসএম

Read Entire Article