কোনো কালেই কথা বলতে পারবা না মনু: পরীমনি

3 months ago 11

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় পরীমনি। নিজের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার করলেন এক রহস্যময় পোস্ট।

পরীমনি তার ফেসবুকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, ‘কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।’

কেন, কী উদ্দেশে আজ সোমবার এই পোস্টটি করেছেন তিনি তা স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন সহ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের দিকেই ইঙ্গিত করেছেণ পরীমনি।

পরীমনি অভিনয় নিয়ে যতটা আলোচনায় থাকেন, তার থেকে অনেক বেশি চর্চায় থাকেন ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে।

গত শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা কথা বলেন তিনি। নিজের মেজাজ হারানোর বিষয়ে পরীমনি বলেন, ‘আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা মানুষ এটা করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে যখন পড়ে গেছি, তখন আমার মনে হয় জাস্ট অ্যাভয়েড করি।’

জানালেন নিজেকে আড়াল করতে যেয়েও পারেননা তিনি। এ নিয়ে আক্ষেপ করে পরীমনি বললেন, ‘আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে, নিজেকে আড়াল করে জীবনটা উপভোগ করব; ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই বিশ্বাস করা শুরু করেছি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। কাজ এবং দুই বাচ্চাকে নিয়ে থাকতে চাই। আমি আসলে আর কষ্ট নিতে চাই না। এত কষ্ট নেওয়ার আর জায়গা নেই। এখন একটা জিনিস খুব শিখেছি, অ্যাভয়েড করা। জাস্ট অ্যাভয়েড করো এবং সুখে থাকো।’

এদিকে, নতুন বছরের ‘গোলাপ’ নামে সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব।

এমআই/এলআইএ/জেআইএম

Read Entire Article