কোনো ষড়যন্ত্রই সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ

3 hours ago 6

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ফ্রেরুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ বিগত সময়ে একবার দিনে, একবার রাতে নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কোনো ষড়যন্ত্রই আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জিলা স্কুল অডিটরিয়ামে শিক্ষক-কর্মচারী জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যে কোনো সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ৭১ সালে যে দলের স্বাধীনতা ঘোষণা করার কথা, যে দলের যুদ্ধ করার কথা- তারা স্বাধীনতা ঘোষণা করেনি। কেউ আত্মসমর্পণ করেছেন, কেউ নদী পার হয়ে পালিয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ষোষণা করেছেন এবং অস্ত্রহাতে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছেন। 

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবাসতেন। তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে নিয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। 

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণসহ যৌক্তিক দাবিগুলো মেনে নেবে। তার ঘোষণা ৩১ দফার মধ্যেই রয়েছে। জনগণ যাকে দায়িত্ব দেবে, যে পদ্ধতি দেবে, আমরা সে পদ্ধতি মেনে নেব। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রাখার চেষ্টা করুন। রাজপথে নয়, বৈঠকে বসুন, আলোচনা করুন। আলোচনাই সমাধানের উত্তম পথ।

ডা. জাহিদ বলেন, এখন যারা হুংকার দিচ্ছেন, তারা প্রকারান্তরে ফ্যাসিস্টদের পুনর্বাসনের পথ সুগম করছেন। তাদের সেই ষড়যন্ত্র কোনোভাবেই দেশের জনগণ সফল হতে দেবে না, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ।

দিনাজপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

Read Entire Article