দেশের সব জাতীয় ইস্যুতে জনগণের কঠিন ঐক্য প্রয়োজন বলে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনায় এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় এ সম্মেলন হয়।
সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, সব জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। এ দেশ কারও একার নয়, সবার। দেশ এখনো ১৫ বছরের জঞ্জালমুক্ত হয়নি। মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। তবে সেই ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, পরনির্ভরশীল নয়, কৃষি ও শিল্পকে গুরুত্ব দিয়ে দেশ গড়া প্রয়োজন। প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই। কোনো আগ্রাসী হাত আমরা দেখতে চাই না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দুটি দেশ প্রেমিক সংস্থাকে ধ্বংস করেছে। প্রথমেই তারা দেশপ্রেমিক সেনাবাহিনী ও বিডিআর বিদ্রোহের নামে ৫৭ চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ও কারাগারে রেখে তিলে তিলে হত্যা করে। কিন্তু তাদের সে অত্যাচার-নির্যাতনের জবাব এ দেশের শান্তিকামী ছাত্র-জনতা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দিয়েছে।
বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এ অঞ্চলের প্রধান দুটি সমস্যা হলো মিল ও বিল। আওয়ামী লীগ আমলে ওই দুটিই ধ্বংস হয়েছে। একদিকে ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে শ্রমিকদের বেকার করা হয়েছে। অপরদিকে বিল ডাকাতিয়াসহ বিভিন্ন জলাশয় দখল করে হাজার হাজার মানুষকে পানিবন্দি করে রাখা হয়েছে।
জেডএইচ/জিকেএস