কোপায় টাইব্রেকারের মুখোমুখি হতে চান না মার্টিনেজ

4 months ago 63

স্বপ্নের মতো ২০২১ কোপা আমেরিকা টুর্নামেন্ট কাটিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম সেরা পারফর্মার ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

২০২১ সালের কোপায় প্রথমবার সুযোগ পেয়েই সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ঐতিহাসিক টাইব্রেকারে দলকে জিতিয়ে ফাইনালে তোলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে আর্জেন্টিনাকে জয় এনে দেন এই অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক।

তবে সহসাই আর কোনো টাইব্রেকারের মুখোমুখি হতে চান না মার্টিনেজ।

সম্প্রতি আর্জেন্টিনা ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ‘টিওআইসি স্পোর্টস’কে দেয় এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘টাইব্রেকারে আপনার সতীর্থরা আপনাকে বিশ্বাসও করতে পারে আবার মেরেও ফেলতে পারে। তবে সবচেয়ে নিম্নাবস্থান হলো তারা সবাই আপনাকে মারতে চাইবে। আশা করছি কোপা আমেরিকাতে আর টাইব্রেকারের মুখোমুখি হতে হবে না। আমরা অনেকগুলো ম্যাচে এটির মাধ্যমে জয়ী হয়েছি।’

আগের কোপা আমেরিকার থেকে এটি আরো কঠিন টুর্নামেন্ট হতে যাচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন মার্টিনেজ।

মার্টিনেজ বলেন, ‘আগেরবারের থেকে এবারের টুর্নামেন্টটা বেশ কঠিন হতে যাচ্ছে। এখানের ভেন্যুগুলোতে খেলা কষ্টসাধ্য। তার উপর প্রতি তিনদিনে আপনাকে ভ্রমণ করতে হবে। আবহাওয়াও উত্তপ্ত। আমরা জানি এখানে প্রত্যেক ম্যাচই জেতা কঠিন কাজ। সবাই আপনাকে হারাতে চাইবে। তবে আমাদের লক্ষ্য হলো ফাইনাল খেলা এবং যেকোনো দলকে হারানো।’

আরআর/এমএইচ/এএসএম

Read Entire Article