কোরবানিদাতাদের প্রতি আহমাদুল্লাহর বার্তা

2 months ago 6

আসন্ন ঈদুল আজহায় যারা পশু কোরবানি দেবেন, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। 

মঙ্গলবার (০৩ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি। 

তিনি লেখেন, কোরবানি আপনার, কোরবানির বর্জ্য পরিষ্কারের দায়িত্বও আপনার। 

তিনি আরও লেখেন. যে ইসলাম কোরবানির বিধান দিয়েছে, সেই ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতারও শিক্ষা দিয়েছে। আপনার পশুর মলমূত্র, রক্ত, নাড়িভুঁড়ি ইত্যাদি যদি কারো অস্বস্তি কিংবা অসুস্থতার কারণ হয়, সেটা আপনার কোরবানীকে অর্থহীন করে দিতে পারে।

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, আসুন পবিত্র হৃদয়ে কোরবানি করি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি।

পরে কমেন্ট বক্সে আহমাদুল্লাহ লেখেন, ্আনার কোরবানির বর্জ্য যদি অন্যের কষ্টের কারণ হয়, তবে আপনি হক নষ্টের গুনাহগার হবেন, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

Read Entire Article