কোরিয়ান নাটক ও সিরিজ ভক্তদের জন্য সুখবর

2 months ago 9

কোরিয়ান নাটক ও সিরিজপ্রেমীদের জন্য জুলাই মাসটি হতে চলেছে উপচে পড়া আনন্দে ভরা। কারণ এই মাসে মুক্তি পাচ্ছে একে একে ১১টি নতুন নাটক ও ওটিটি সিরিজ। রহস্য, প্রতিশোধ, প্রেম, পারিবারিক টানাপড়েন থেকে শুরু করে সামাজিক বাস্তবতা; সব ধরনের গল্প থাকছে এসব কন্টেন্টে। পর্দায় ফিরছেন লি জং সুক, লি ডং উক, মুন গা ইয়ং, লি সু হিউক, রিউ সুং রিয়ং, ওন জিন আহ, কিম নাম গিলসহ আরও বহু জনপ্রিয় তারকারা।

চলুন দেখে নেওয়া যাক জুলাই মাসের নতুন নাটক ও সিরিজের তালিকা:

১. বিচ এক্স রিচ (মৌসুম ২)
মুক্তি: ৩ জুলাই। প্ল্যাটফর্ম: ওয়েভ, ভিউ
কাহিনি: চেওংদাম ইন্টারন্যাশনাল হাইস্কুলের জটিল জীবন। এক খুনের সাক্ষী হওয়া দরিদ্র কিম হে ইনের জীবন ও সম্পর্কের পরিবর্তন।

২. ল’ অ্যান্ড দ্য সিটি
মুক্তি: ৫ জুলাই। প্ল্যাটফর্ম: টিভিএন, ডিজনি+
কাহিনি: একজন নামকরা আইনজীবীর নৈতিকতার দ্বন্দ্ব, সহকর্মীদের বন্ধুত্ব আর একের পর এক জটিলতা।

৩. বেটার লেট দ্যান সিঙ্গেল
মুক্তি: ৮ জুলাই। প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
কাহিনি: একদল তরুণ-তরুণীর ডেটিং ও প্রেম খোঁজার বাস্তবতা নির্ভর শো।

৪. এস লাইন
মুক্তি: ১১ জুলাই। প্ল্যাটফর্ম: ওয়েভ
কাহিনি: শারীরিক সম্পর্কের ইতিহাস চিহ্নিত হওয়া এক অদ্ভুত সমাজে, একজন তদন্তকারী খুঁজে ফেরেন সত্য।

৫. লো লাইফ
মুক্তি: ১৬ জুলাই। প্ল্যাটফর্ম: ডিজনি+
কাহিনি: চাচা-ভাতিজার অপরাধজগতে প্রবেশ ও গোপন ধনসম্পদ নিয়ে বিপজ্জনক প্রতিযোগিতা।

৬. দ্য নাইস গাই
মুক্তি: ১৮ জুলাই। প্ল্যাটফর্ম: জেটিবিসি
কাহিনি: গ্যাংস্টার পরিবারে জন্ম নেওয়া এক সদয় যুবক ও তার প্রথম প্রেমিকা গায়িকার জীবনের টানাপড়েন।

৭. ওয়াল টু ওয়াল
মুক্তি: ১৮ জুলাই। প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
কাহিনি: নিজের ফ্ল্যাট কেনার পর প্রতিবেশীদের যন্ত্রণায় বিরক্ত এক পুরুষের জীবনযুদ্ধ।

৮. দ্য ডিফেক্টস
মুক্তি: ২১ জুলাই। প্ল্যাটফর্ম: ENA
কাহিনি: একজন নির্মম শিশু দত্তক পরিচালকের বিপক্ষে প্রতিশোধ নিতে আসা এক বেঁচে ফেরা মেয়ের গল্প।

৯. মাই গার্লফ্রেন্ড ইজ এ রিয়াল ম্যান
মুক্তি: ২৩ জুলাই। প্ল্যাটফর্ম: কেবিএস ২টিভি
কাহিনি: প্রেমিকের হতভম্ব হয়ে যাওয়া—যখন তার সুন্দরী প্রেমিকা হঠাৎ রূপান্তরিত হয় এক সুদর্শন পুরুষে!

১০. ট্রাই: আ মিরাকল ইন আস
মুক্তি: ২৫ জুলাই। প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স, এসবিএস
কাহিনি: রাগবি খেলোয়াড়ের জীবনে হঠাৎ ভাঙন, অতীত প্রেম এবং স্কুল টিম গড়ার দ্বিতীয় চেষ্টার অনুপ্রেরণামূলক কাহিনি।

১১. ট্রিগার
মুক্তি: ২৫ জুলাই। প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
কাহিনি: দক্ষিণ কোরিয়ায় হঠাৎ আগ্নেয়াস্ত্রের প্রাদুর্ভাব, অপরাধ বৃদ্ধির সঙ্গে যুদ্ধরত এক সৎ গোয়েন্দা।

এলআইএ/এমএস

Read Entire Article